এশিয়া কাপ যত এগিয়ে আসছে, কেএল রাহুলকে নিয়ে জল্পনা তত বেড়ে চলেছে। তাঁর চোট নিয়ে এর আগে নানা রিপোর্ট এসেছিল। তবে, সাম্প্রতিকতম রিপোর্টে জানা গিয়েছে, এই ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সুস্থ হওয়ার পথে ক্রমে এগিয়ে চলেছেন এবং এশিয়া কাপের দলেও তাঁকে রাখতে পারেন বিসিসিআই-এর নির্বাচক কমিটি। নেটে পুরোদমে ব্যাটিং অনুশীলন করছেন কেএল রাহুল এবং ভারতীয় দলের আসন্ন ম্যাচগুলিতে তাঁর দলে থাকার সম্ভাবনাও যথেষ্ট বলে জানাচ্ছে সূত্র।
উল্লেখ্য, গত আইপিএলে ডানদিকের উরুতে চোট পাওয়ার পর থেকে সব ধরনের ক্রিকেট থেকেই দূরে রয়েছেন রাহুল। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চিকিৎসা চলছে তাঁর। চলছে নানা ধরনের শারীরিক কসরতও।
কয়েকদিন আগেই বেঙ্গালুরুতে রিহ্যাবিলিটেশন সেন্টারে (Bengaluru) থাকা কে এল রাহুল একটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে দেখা গিয়েছিল, নেটে পূর্ণোদ্যমে অনুশীলন করছেন তিনি।