বৃষ্টি ভেজা কলম্বো স্বস্তি দিল দুই রাহুলকে। মাঠের ভিতরে চোট সারিয়ে দলে ফিরে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করলেন লোকেশ রাহুল। আর তাঁর এই সেঞ্চুরিতে স্বস্তি ফিরে পেলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। কারণ, চার নম্বর নিয়ে খানিকটা উদ্বেগ মনে হল কাটল।
শ্রেয়সের পিঠে ব্যথার কারণে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দলে ফিরেছিলেন লোকেশ রাহুল। আইপিএলে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। কিন্তু বাইশ গজে তিনি যেখানে শেষ করেছিলেন, প্রেমাদাসায় যেন সেখান থেকেই শুরু করলেন। সঙ্গী বিরাট কোহলিকে নিয়ে বিশ্বকাপের আগে ব্যাটে শান দিয়ে নিলেন।
দীর্ঘ অপেক্ষার পর এশিয়া কাপে শুরু হয় ভারত-পাকিস্তান ম্যাচ। খারাপ খবর পাক শিবিরের কাছে, চোটের কারণে এই ম্যাচে আর মাঠে নামতে পারবেন না পেসার হ্যারিস রউফ।