"চূড়ান্ত একাদশ এখনও ঠিক হয়নি। এটা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত। তার কারণ, টিমের অনেকেই দারুণ পারফর্ম করছে। কিছু আলোচনার প্রয়োজন রয়েছে"। নাগপুরের প্রথম টেস্টে মিডল-অর্ডারে শুভমন গিল খেলবেন কি না সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে বললেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক কেএল রাহুল। 'দলের প্রয়োজনে মিডল অর্ডারেও ব্যাট করতে পারি', জানান ৩০ বছর বয়সী তারকা।
দল নির্বাচন নিয়ে ম্যাচের আগে রীতিমতো মুখ বন্ধ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে নামার আগে রীতিমতো সতর্ক টিম ইন্ডিয়া। ৪ টেস্টের সিরিজ শুরু হচ্ছে ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে। ২০০৪ সালের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে আর কোনও টেস্ট সিরিজ হারেনি ভারত।