প্রথমে বাজবল আর এখন ব্রামব্রেলা। নতুন এই শব্দটি চলতি অ্যাসেজের এজবাস্টন টেস্টে অস্ট্রেলিয়ার উসমান খোয়াজাকে আউট করার পর ইংল্যান্ড দলের পক্ষ থেকে এই শব্দটি ব্যবহার করা হয়। তারপরই শুরু হয় শব্দটি নিয়ে সমস্ত মাধ্যমে জল্পনা।
ব্রামব্রেলা কী?
১৪১ রানে আউট হয়ে যান উসমান খোয়াজা। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস অতি চমকপ্রদ ও অভিনব ফিল্ডিং সেট-আপ করেন খোয়াজার জন্য। যার কাছে কার্যত আত্মসমর্পণ করেন অস্ট্রেলিয়ার ব্যাটার।
উসমান খোয়াজা ব্যাটিং করার সময় তাঁর সামনে ৬ জন ফিল্ডারকে এমনভাবে দাঁড় করান বেন স্টোকস, যা অজি ব্যাটারের ওপর প্রবল চাপ সৃষ্টি করে। প্রত্য়েকেই ছিলেন ক্লোজ-ক্যাচিং পজিশনে। অফসাইডে তিনজন এবং অনসাইডে ৩ জনকে ছাতার মতো দাঁড় করানো হয়।
এই পরিকল্পনা বাস্তবায়িত করার প্রায় সঙ্গে সঙ্গেই হাতেনাতে ফল মেলে ইংল্যান্ডের। মাত্র ২ বলের মধ্যে অলি রবিনসন তুলে নেন খোয়াজার মহামূল্যবান উইকেটটি।
উল্লেখ্য, ১৯৮১ থেকে ২০০১ পর্যন্ত এজবাস্টনে যে বড় পিচ কভার থাকত, তার নাম ছিল ব্রামব্রেলা। সেখান থেকেই এই নামটি ফের উঠে এলো আলোচনায়।