কাতারে পুরোদমে চলছে ফুটবল বিশ্বকাপ। সব দলই নিজেদের শেষ ম্যাচে খেলতে নামছে এবার। এখনও পর্যন্ত অঘটনের ম্যাচ থেকে শুরু করে টানটান উত্তেজনার ম্যাচ পর্যন্ত বহু মুহূর্তের সাক্ষী থেকেছেন কোটি কোটি দর্শক। মঙ্গলবার থেকে বদলে গিয়েছিল কাতার বিশ্বকাপের সময়সূচি। প্রতিটি দলই এবার গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচ খেলবে। চারটি করে ম্যাচের দুটি করে ম্যাচ হবে একইসময়ে। বৃহস্পতিবারের খেলাতেও সেই রীতি মানা হবে।
এক নজরে রইল শুক্রবারের ম্যাচ:
১) ম্যাচ: দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল
স্থান: এডুকেশন সিটি স্টেডিয়াম
সময়: ভারতীয় সময় রাত সাড়ে আটটা
২) ম্যাচ: ঘানা বনাম উরুগুয়ে
স্থান: আল জানৌব স্টেডিয়াম
সময়: ভারতীয় সময় রাত সাড়ে আটটা
৩) ম্যাচ: সার্বিয়া বনাম সুইজারল্যান্ড
স্থান: স্টেডিয়াম ৯৭৪- রাস আবু আবুদ
সময়: ভারতীয় সময় রাত সাড়ে বারোটা
৪) ম্যাচ: ব্রাজিল বনাম ক্যামেরুন
স্থান: লুসাইল স্টেডিয়াম
সময়: ভারতীয় সময় রাত সাড়ে বারোটা
ভারতে খেলা দেখা যাবে:
স্পোর্টস ১৮ ও স্পোর্টস ১৮ এইচডি
এমটিভি এইচডি
লাইভ স্ট্রিমিং
জিও সিনেমা
এছাড়া টাটা প্লে অ্যাপ ও ভোডাফোনের ভি-ওয়ান অ্যাপে ম্যাচ দেখা যাবে।