ভারত-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে (India vs West Indies) সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। তার আগে, একেবারে শেষ মুহূর্তে দলে বদল আনল বিসিসিআই (BCCI)। ভারতীয় দলের পেসার মহম্মদ সিরাজ (Mohammad Siraj) ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ছাড়লেন। তিনি রবিচন্দ্রন অশ্বিন, কেএস ভারত, অজিঙ্ক রাহানে এবং নভদীপ সাইনির সঙ্গে দেশে ফিরে আসছেন। ইএসপিএন ক্রিকইনফো (ESPN cricinfo) সূত্রের খবর, মহম্মদ সিরাজের (Mohammad Siraj) ওপর প্রবল চাপ পড়ে যাচ্ছিল, এই কারণে তাঁকে বিশ্রাম দেওয়ার জন্য দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড।
আরও পড়ুন: পাঁচ উইকেট সিরাজের, অলআউট ওয়েস্ট ইন্ডিজ, হাফসেঞ্চুরি করে ফিরলেন অধিনায়ক রোহিত শর্মা
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরেই এশিয়া কাপ (Asia Cup) খেলবে টিম ইন্ডিয়া। এশিয়া কাপের যথাযথ প্রস্তুতি হিসেবেই কার্যত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে (ODI series) দেখছে ভারতীয় দল। এশিয়া কাপের অব্যবহিত পরই বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করে দেবে রোহিত শর্মা অ্যান্ড কোং।