এবছরটা ভাইফোঁটাটা একটু অন্যভাবেই কাটিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগও করে নিয়েছিলেন তিনি। ঈশ্বর সংস্থার মরুদ্যান আশ্রমের বিশেষভাবে সক্ষম ভাইদের কলাপে ফোঁটা দিয়ে তাঁদের মঙ্গলকামনা করেছিলেন ‘মিতিনমাসি’, এবার সত্যি সত্যিই হল মঙ্গল। কোয়েলের শেয়ার করা পোস্ট থেকেই হারানো পরিবার খুঁজে পেলেন ওই আশ্রমেরই এক আবাসিক।
তাঁরা বিশেষভাবে সক্ষম। কারও নাম মনে নেই কারও বা মনে নেই বাড়ির ঠিকানা। কিন্তু নায়িকার ভিডিও দেখেই এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে। মুর্শিদাবাদের পরিবারের লোকজন চিনতে পেরেছেন তাঁদের হারিয়ে যাওয়া ছেলে সুজয়কে। কোয়েল এই ‘ম্যাজিক’ দেখে ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরকে।