এক ওভারে ছয়টি ছক্কা। পুদুচেরি T-10 ক্রিকেট লিগে এমন কাণ্ড করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ১৫ বছরের কৃষ্ণ পান্ডে (Krishna Pandey)।
বিশ্ব ক্রিকেটে এর আগে অনেকেই পরপর ছয় বলে ছক্কা হাঁকিয়েছেন। গ্যারফিল্ড সোবার্স, হার্সেল গিবস থেকে শুরু করে ভারতের রবি শাস্ত্রী, যুবরাজ সিং এমন নজির ইতিপূর্বে দেখিয়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে এবার সেটাই করে দেখাল কৃষ্ণ পান্ডে।
খেলা চলছিল প্যাট্রিয়ট ও রয়্যালসের মধ্যে। ১৫৮ রান করলে জিতবে এমন পরিস্থিতিতে রয়্যালসের ৪১ রানে পাঁচ উইকেট পড়ে যায়। ৩০ বলে ১১৭ রান করতে হবে এমন পরিস্থিতিতে ব্যাটিং করতে নামে কৃষ্ণ। তারপর নীতেশ নামে এক বোলারের একই ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়ে ৩৬ রান নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেয় কৃষ্ণ।
চার নম্বরে ব্যাটিং করতে নেমে কৃষ্ণ ১৯ বলে ৮৩ রান করেছে, যার মধ্যে ১২টি ছক্কা ও দুটি চার রয়েছে। কিন্তু কৃষ্ণের এই বিধ্বংসী ইনিংসের পরেও রয়্যালস হেরে যায় মাত্র চার রানে।