শুরুটা তেমন আশাপ্রদ না হলেও প্রথম টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে ভারত। সৌজন্যে কুলদীপ যাদবের(Kuldip Yadav takes 4 wickets) দুরন্ত ঘূর্ণি। ১৩৩ রানে ৮ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে বেঙ্গল টাইগাররা। ৮ উইকেটের মধ্যে কুলদীপের ঝুলিতে গেছে ৪ উইকেট। ফলে বলাই যায়, ২ বছর পর ফের লাল বলের ক্রিকেটে ফিরে এসে দারুণ শুরু করলেন এই চায়নাম্যান বোলার(Kuldip Yadav)।
বুধবার চট্টগ্রাম টেস্টে(India vs Bangladesh 1st Test) টসে জিতে প্রথমে ব্যাট করতে যাওয়ার সিদ্ধান্ত নেয় ভারত(India-Bangladesh 1st Test)। প্রথমে ব্যাট করতে নেমে শুভমন গিল(Subhman Gill) আর কেএল রাহুলের(KL Rahul) জুটি যখন সবে জমে উঠতে আরম্ভ করেছে, সেইসময়ই বড় ধাক্কা দেন বাংলাদেশের বোলাররা। মাত্র ৪ রানের ব্যবধানে ভারত হারায় প্রথম ২ উইকেট। তার পরের ওভারেই ফের ধাক্কা খায় টিম ইন্ডিয়া। মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান বিরাট কোহলি(Virat Kohli)। তবে সেই ধাক্কা সামলে দেন চেতেশ্বর পুজারা এবং ঋষভ পন্ত। ৪৫ বলে ৪৬ রানের ঝকঝকে ইনিংস খেলে যখন প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন পন্থ(Rishabh Pant), তখন দুর্যোগের ঘনঘটা বেশ কিছুটা কেটে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছিলই। যা পূর্ণতা পেল পুজারা(Cheteswar Pujara) ও শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) জুটিতে। দুজনে মিলে মোট ১৪৯ রান যোগ করেন। যা ভারতকে দিনের শেষে ২৭৮ রানের মোটামুটি ভদ্রস্থ স্কোরে নিয়ে যেতে সাহায্য করল।
আরও পড়ুন- Golden Boot Battle: মেসি-এমবাপে দ্বৈরথ, কে পাবেন গোল্ডেন বুট, লড়াইয়ে জিরু-আলভারেজও
দ্বিতীয় দিনে একেবারে ২৭৮ থেকে ৪০৪! স্কোরবোর্ডে দ্বিতীয় দিনে যোগ হল আরও ১২৬ রান! তবে সেঞ্চুরি পেলেন না শ্রেয়স আইয়ার(Shreyas Iyer is out on 86)। বৃহস্পতিবার সকালে এবাদত হোসেনের বিষাক্ত ডেলিভারিতে ৮৬ রানেই থেমে গেল তাঁর ইনিংস। যখন মনে হচ্ছে, ভারতের বাকি টেল এন্ডারদের তাসের ঘরের মতো ভেঙে পড়া স্রেফ সময়ের অপেক্ষা, সেই সময়েই টিম ইন্ডিয়ার হাল ধরলেন একমেবাদ্বিতীয়ম রবিচন্দ্রন অশ্বিন(R Ashwin)। ৫৮ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত করলেন কুলদীপ যাদব। খেললেন ৪০ রানের ঝকঝকে ইনিংস। অশ্বিন যখন আউট হলেন, তখন স্কোরবোর্ডে ৩৮৫ রান উঠে গিয়েছে। যদিও তার পরের দুই ব্যাটসম্যান তেমন কোনও ছাপ ফেলতে পারেননি। অবশেষে ৪০০ রানের গন্ডি পেরিয়ে থামে ভারতের প্রথম ইনিংস(India vs Bangladesh 1st Test)।