সেমিফাইনাল শুরুর আগে সমর্থকের কাছে ক্ষমা চেয়েছিলেন এমব্যাপে (Kylian Mbappe apologies)। যা মন জয় করে নিল সমর্থকদের। কিন্তু আচমকাই কেন ক্ষমা চাইলেন তিনি?
আসলে মরক্কোর বিরুদ্ধে সেমিফাইনালের (World Cup Semifinal) নামার প্রস্তুতি নিচ্ছিল ফ্রান্স (France)। অনুশীলনের সময় এমব্যাপের মারা বল গিয়ে লাগে উপস্থিত এক সমর্থকের মুখে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় মুখ ঢেকে ফেলেন তিনি।
সেই সময় এমবাপেকে দেখা যায়। বিজ্ঞাপনের বোর্ড টপকে ওই সমর্থকের কাছে পৌঁছে যেতে। ওই সমর্থকের গায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়ে নেন তিনি। এরপর আবার ফিরে এসে সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেন।
স্টেডিয়ামে ফ্রান্সের সমর্থকরা এমব্যাপের এহেন আচরণ দেখে হাততালি দিয়ে ওঠেন। ম্যাচের আগেই এক প্রস্থ মন জিতে নেন তিনি। গোটা ঘটনা ক্যমেরাবন্দি করেন চিত্রগ্রাহকরা। যা দেখে শুধু ফ্রান্সের সমর্থকেরা নয়, আবেগে ভাসছে গোটা ফুটবলবিশ্ব।
আরও পড়ুন - বিশ্বকাপের ফাইনালে মেসি বনাম এমবাপে, বদলার ম্যাচ আর্জেন্টিনার
বৃহস্পতিবার রাতে মরক্কোকে ২-০ গোলের ব্যবধানে থামিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। ফাইনালে ফ্রান্স মুখোমুখি হবে আর্জেন্টিনার। ২০১৮ বিশ্বকাপে এই ফ্রান্সের বিরুদ্ধে হেরেই বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে।