কোনও অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থার সঙ্গে নিজের ছবি রাখবেন না। আর তাই কাতারে ম্যাচ সেরার ট্রফিটি হাতে পেয়ে পোজ দেওয়ার সময় সংস্থার নাম লেখা দিকটি ঘুরিয়ে ছবি তুললেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)।
মাত্র ২৩ বছর বয়সেই দু’দুটি বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করেছেন এমবাপে। রবিবার পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে সব তারকাদের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছেন তিনি। কিন্তু এর পরেও সাংবাদিকদের মুখোমুখি হননি। কারণ কিছু নীতি মেনে চলেন এমবাপে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন মদের প্রচার করবেন না। এই সিদ্ধান্তের জন্য মাথা পেতে শাস্তি মেনে নিতেও রাজি।
কাতার বিশ্বকাপের অন্যতম স্পনসর আমেরিকার বিয়ার প্রস্তুতকারী সংস্থা 'বাডওয়াইজার' ( Budweiser)। ফলে কাতারে (Qatar World Cup 2022) যে ম্যাচের ট্রফিটি দেওয়া হচ্ছে তাতে লেখা রয়েছে সংস্থার নাম। সেই ট্রফি এমবাপেও পেয়েছেন। হাতে নিয়ে ছবিও তুলেছেন। কিন্তু আড়াল করে দিয়েছেন সংস্থার নাম।
আরও পড়ুন- বাড়িতে ডাকাত, বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরলেন ইংরেজ ফুটবলার রহিম স্টার্লিং
ম্যাচের পর সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়া বাধ্যতামূলক থাকলেও বিতর্ক এড়াতে সেটিও এড়িয়ে চলছেন। এমনকি তাঁর সিদ্ধান্ত মেনে নিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন। এমনকি এমবাপেকে যদি সাংবাদিক বৈঠক বয়কটের জন্য কোনও জরিমানা দিতে হট তাতেও তৈরি তারা।