অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন ভারতের লক্ষ্য সেন (Lakshya Sen)। সেমিফাইনালে বিশ্বের সাত নম্বর লি জি জিয়াকে ২১-১৩, ১২-২১, ২১-১৯ ফলে হারালেন লক্ষ্য (Lakshya Sen in All England Championship final)।
২০১৫ সালে সাইনা নেহওয়ালের (Saina Nehwal) পর ফের অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন কোনও ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন লক্ষ্য (Lakshya Sen)। এ বারের প্রতিযোগিতায় (All England Championship) কোয়ার্টার ফাইনালে ওয়াকওভার পেয়েছিলেন তিনি।
আরও পড়ুন: সত্যি হল না ইস্টবেঙ্গলে খেলার স্বপ্ন, বুকে বল লেগে মৃত্যু তরুণ ফুটবলারের
এর আগে বিশ্বের তিন নম্বর অ্যান্ডার্স অ্যান্টনসেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন তিনি। ডেনমার্কের সেই খেলোয়াড়কে লক্ষ্য হারিয়ে দেন স্ট্রেট সেটে (২১-১৬, ২১-১৮)।
রবিবার এই চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভিক্টর অ্যাক্সেলসেনের মুখোমুখি হবেন তিনি (Lakshya Sen in final)। চতুর্থ ভারতীয় হিসেবে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন লক্ষ্য। এর আগে এই কৃতিত্ব ছিল প্রকাশ নাথ, প্রকাশ পাড়ুকোন (Prakash Padukone) এবং পুল্লেলা গোপিচাঁদের (Pullela Gopichand)। একমাত্র ভারতীয় মহিলা হিসেবে ২০১৫ সালে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেন সাইনা নেহওয়াল।
রবিবারের দ্বৈরথ জিতলে তৃতীয় ভারতীয় হিসেবে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের মুকুট মাথায় তুলবেন লক্ষ্য (Lakshya Sen)। যা ২১ বছর আগে তুলেছিলেন পুল্লেলা গোপীচাঁদ (২০০১) এবং তারও ২১ বছর আগে তুলেছিলেন প্রকাশ পাড়ুকোন (১৯৮০)।