ইডেনের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জয় হওয়ায় বাঙালির মন ফুরফুরে ছিলই। ম্যাচ শেষে ৬ মিনিটের লেজার শো যেন মন আরও ভরিয়ে দিল। আলোর ঝর্ণায় ভিজলেন পঞ্চাশ হাজার দর্শক।
দু’টি ইনিংসের বিরতিতে লেজ়ার শো দেখানো ঠিক থাকলেও পরে জানানো হয়, ম্যাচ শেষেই হোবে লেজার শো। কারণ শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার পরেও সন্ধে ৬.৪৫ এর দিকে আকাশে অন্ধকার তেমন গাঢ় হয়নি।
Sheena Bora Murder Case: গুয়াহাটি বিমানবন্দরে 'শিনা বোরা', সিসিটিভি ফুটেজ চাইল CBI
মঙ্গলবার থেকেই লেজার শোয়ের মহড়া করেছিল সিএবি। প্রস্তুতি ভাল করে খতিয়ে দেখেন সিএবি-র প্রাক্তন সভাপতি এবং এখন আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সচিব নরেশ ওঝা, যুগ্ম-সচিব দেবব্রত দাস, কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী, সঞ্জয় দাস-সহ অন্যান্য সিএবি কর্তারা। ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।