ভারীয় ফুটবলে ইন্দ্রপতন। অভিভাবকহীন বাংলার ফুটবল জগত। প্রয়াত কিংবদন্তী ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক (Subhash Bhowmick)। শনিবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ময়দানের সকলের প্রিয় ভোম্বলদা।
দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সুভাষ ভৌমিক। গত সাড়ে তিন মাস ধরে তাঁর ডায়ালিসিস চলছিল। গত কয়েকদিন ধরে বুকে সংক্রমণের জেরে ভর্তি ছিলেন কলকাতার এক নামী নার্সিংহোমে। কিন্তু শেষমেশ এই লড়াইটা জেতা হল না।
ভারতীয় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে তাঁকে মনে রাখবে ফুটবল জগত। মোহনবাগান (Mohun Bagan) ও ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে দাপিয়ে খেলেছেন, ভারতের হয়ে জিতেছেন এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক।
খেলোয়াড় হিসেবে যতটা সফল ছিলেন, তার থেকেও অধিক সফল ছিলেন কোচ হিসেবে। মোহনবাগান, ইস্টবেঙ্গল সহ ভারতবর্ষের বিভিন্ন ক্লাবে সাফল্যের সাথে কোচিং করিয়েছেন। তবে কোচ হিসেবে সুভাষের সেরা জয় হবে ২০০৩ সালে আশিয়ান কাপ।