শেষ মুহূর্তে জট কাটল। ইডেনে প্রাক্তনদের ক্রিকেট ম্যাচ নিয়ে আর কোনও অনিশ্চয়তা নেই। শনিবার আলোচনার পর সিএবি সূত্রে খবর, লেজেন্ডস লিগ ক্রিকেটের (Legends League Cricket) ম্যাচ কলকাতাতেই হবে। ফের সেজে উঠবে ইডেন। শেষ মুহূর্তে সিদ্ধান্ত হওয়ায় দ্রুত সাজাতে হবে ইডেন গার্ডেন্স (Eden Gardens)।
লেজেন্ডস লিগের দুটি ম্যাচ ইডেনে হওয়ার কথা ছিল। প্রথমে অনিশ্চয়তা তৈরি হলেও আয়োজক কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, ইডেনে ম্যাচ করা নিয়ে তাঁদের কোনও আপত্তি নেই। ম্যাচ আয়োজন নিয়েও অসুবিধা নেই। জানা গিয়েছে, লেজেন্ডস লিগের প্রথম দুটি ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। এরপর লখনউ, নয়াদিল্লি, কটক ও যোধপুরে ম্যাচ হবে। ফাইনাল হবে রাজকোটে। ইডেনে সব স্ট্যান্ড যদিও এই ম্যাচের জন্য খুলবে না সিএবি। চারটি ব্লকে দর্শকরা খেলা দেখতে পারবেন।
আরও পড়ুন: দোহায় ফিফা-এআইএফএফ রোড ম্যাপ বৈঠক, ইনফ্যান্তিনোর সঙ্গে বৈঠক কল্যাণের
আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে লেজেন্ডস লিগ। গুজরাট জায়ানটসের অধিনায়ক বীরেন্দ্র সেহওয়াগ। ইন্ডিয়া ক্যাপিটালসেক অধিনায়ক গৌতম গম্ভীর। মনিপাল টাইগারসের অধিনায়ক হরভজন সিং। ভিলওয়ারা কিংসের অধিনায়ক ইরফান পাঠান। থাকছেন ক্রিস গেল, ব্রেট লি, অ্যান্ড্রু ফ্লিনটফের মতো তারকারা।