এক ছবিতে ৫০ কোটি! হ্যাঁ, এমনটাই জানাল মেসি ও রোনাল্ডোকে নিয়ে বিজ্ঞাপনকারী সংস্থা। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সর্বকালের সেরার দৌড়ে এগিয়ে কে, তা নিয়ে এই কিছুদিন আগেও জোর বিতর্ক ছিল ফুটবল-অনুরাগীদের মধ্যে। বিশ্বকাপ জিতে সেই দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন মেসি। এই দুই মহাতারকা মুখোমুখি বসে দাবা খেলছেন, এমন একটি ছবি মাসখানেক আগে ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে।
জিনস ও ফুলহাতা টি-শার্ট পরে নিবিষ্টমনে দাবা খেলছেন। দাবার বোর্ডটি সাজানো রয়েছে একটি কেতাদুরস্ত বাক্সের ওপর। ছবিটি দেখে উন্মাদনায় ভেসে গিয়েছিলেন এই দুই মহাতারকার অজস্র অনুরাগী। জানা গেল, এই বিজ্ঞাপন তৈরিতে খরচ হয়েছিল প্রায় ৫০ কোটি। বিজ্ঞাপনের মুখ হয়ে সেই বিজ্ঞাপন ইনস্টাগ্রামে পোস্ট করতে রোনাল্ডো নিয়েছিলেন প্রায় সাড়ে ১৬ কোটি টাকা। একই কাজের জন্য মেসি নিয়েছিলেন প্রায় ১৪ কোটি টাকা।
ওই ফ্যাশন সংস্থার বিজ্ঞাপনী থিম ছিল, ‘ভিকট্রি ইজ আ স্টেট অফ মাইন্ড'।উল্লেখ্য, ইনস্টাগ্রামে রোনাল্ডোর অনুগামীর সংখ্যা ৫২ কোটিরও বেশি। মেসির অনুগামীর সংখ্যা ৪০ কোটির বেশি। এই ছবিকেও অনেকে ‘সর্বকালের সেরা’ ছবির তকমা দিয়েছেন। এই ছবি তুলেছিলেন বিখ্যাত আলোকচিত্রী অ্যানি লিবোভিটজ। এই ছবি তুলতে তিনিও নিয়েছিলেন কয়েক কোটি টাকা।