আইপিএলে (INDIAN PREMIER LEAUGE) তাঁর পছন্দ নাইট রাইডার্স (NIGHT RAIDERS)। জানালেন কেকেআরের (KKR) প্রাক্তন তরুণ
ক্রিকেটার শুভমন গিল (SHUBMAN GILL)।
চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে যেতে পারেননি শুভমন। এক সময়ের পাঞ্জাবের এই ডানহাতি ব্যাটসম্যানকে আইপিএলে ভবিষ্যতের কেকেআর অধিনায়ক
ভাবা হয়েছিল। কিন্তু নতুন মরসুমে তাঁকে ছেড়ে দিয়েছে শাহরুখের দল। তারপরেও নাইট হয়েই থাকতে চান শুভমন। সম্প্রতি তিনি বলেছেন, ‘‘কেকেআর
ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যে বন্ধন আমার রয়েছে, তা আমার কাছে বিশেষ রকমের। কোনও ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে এ ভাবে জুড়ে গেলে, সব সময়েই তাদের হয়ে খেলার ইচ্ছা তৈরি হয়। আবার যদি কেকেআরের হয়ে খেলার সুযোগ পাই, তা হলে আমি এই দলের হয়েই খেলব সব সময়।’’
আরও পড়ুন : IPL: আইপিএলের মেগা নিলাম হতে পারে আগামী বছরের ৭ ও ৮ ফেব্রুয়ারি
২০১৮ সালের আইপিএলে ১.৮ কোটি টাকায় কেনার পরে দুরন্ত ছন্দে ছিলেন শুভমন গিল। সে বার ১৩ ম্যাচে ২০৩ রান করেছিলেন তিনি। তখন তাঁর স্ট্রাইক-রেট
ছিল ১৪৬.০৪। কিন্তু তার পরে শুভমনের খেলায় ছন্দপতন হলে ৫৮ ম্যাচে কেকেআরের হয়ে তাঁর রান দাঁড়ায় ১৪১৭।