জোহানেসবার্গে ইতিহাস হল না। বরং এলগার দূর্গে ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে ভারতের টেস্ট জয়ের স্বপ্ন।
বৃষ্টির জেরে চতুর্থ দিনের খেলা বেশ দেরিতেই শুরু হয়। ম্যাচ শেষে পর ভারতীয় ক্রিকেট প্রেমীদের আক্ষেপ, এই বৃষ্টি কেন সারাদিন হল না। হলে হয়তো ম্যাচ পঞ্চম দিকে গড়াত। কিন্তু দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডেন এলগারকে (Dean Elgar) কী রোখা যেত ? তাঁর অপরাজিত ৯৬ রান জোহানেসবার্গে ভারতের সিরিজ জয়ের ইতিহাসে কাঁটা হয়ে গেল।
ভারতের দরকার ছিল আট উইকেট। উল্টোদিকে আরও ১২২ রান দূরে থেকে চতুর্থ দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনের ভারতের প্রাপ্তি বলছে একমাত্র দুসেনের উইকেট। শামির বলে দুসেন যখন ফিরলেন, তখনও দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ১৭৫ রান।
বাকি সময়ে ভাবুমাকে (Bavuma) নিয়ে বাকি কাজটা করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডেন এলগার। বুমরা-শামি-শার্দূলদের বিরুদ্ধে ১৮৮ বল থেলে ৯৬ রানে অপরাজিত থাকলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
বৃহস্পতিবার ছিল ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবে জন্মদিন। প্রাক্তন অধিনায়কের জন্মদিনকে আরও স্মরণীয় করতে টিম ইন্ডিয়ার থেকে জোহানেসবার্গ জয়ের উপহার চেয়েছিলেন আর এক প্রাক্তন সুনীল গাভাসকর। কিন্তু এই উপহার অধরা রয়ে গেল।
গুডবাই জো’বার্গ। এবার দেখা হবে কেপটাউনে। সিরিজের শেষ ম্যাচের আগে কী পিঠের ব্যথা সারিয়ে উঠতে পারবেন বিরাট কোহলি ? কারণ, ফল এখন ১-১