মাঝে মাত্র একটা দিন। ফুটবলের বিশ্বযুদ্ধের শেষ ধাপ, মেসি, না এমব্যাপে, কাদের ঘরে আসতে চলেছে কাপ, সেই ইতিহাস রচনার তো আর বেশি দেরি নেই, এরই মাঝে আপামর ফুটবলপ্রেমীকে চিন্তায় ফেলল মেসির হ্যামস্ট্রিং-এর চোট। ফাইনালে আদৌ খেলতে পারবেন লিও? বৃহস্পতিবারের অনুশীলনে দেখাই গেল না তাঁকে।
যদিও দলের তরফে মেসির চোট নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। অনুশীলনে মেসির অনুপস্থিতি নিয়েও বলা হয়েছে, ফাইনালের আগে একদিন বিশ্রামে রাখা হয়েছে অধিকাংশ খেলোয়াড়কে। তবে দলের অন্দরে খবর, আর্জেন্তিনার অন্যান্য ফুটবলাররা পরিবারের সঙ্গে সময় কাটালেও, মেসির সময় কেটেছে ফিজিওথেরাপিস্টের সঙ্গেই। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমি ফাইনাল ম্যাচেই হ্যামস্ট্রিং-এ চোট লেগেছিল লিওর।
ফাইনালে উঠেই জানিয়েছেন, রবিবারের পর আর কখনও বিশ্বকাপে দেখা যাবে না তাঁকে। শেষ বারের মতো, বিশ্বকাপ ফুটবলে মেসি ম্যাজিকের সাক্ষী থাকতে পারবে তো গোটা পৃথিবী? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।