রবিবার ফুটবল বিশ্বকাপের সমাপ্তি হয়েছে । নিজেদের দেশে ফিরে যাচ্ছেন আর্জেন্টিনা ও ফ্রান্সের খেলোয়াড়রা । এদিকে, বিশ্বকাপ শেষ হতে না হতেই আবার শুরু হতে চলেছে ক্লাব ফুটবলের মরসুম । হাতে আর মাত্র ৮-১০ দিনের বিরতি । এরপর ফের মাঠে দেখা যেতে পারে মেসি ও কিলিয়ন এমবাপেদের । ক্লাবের হয়ে মাঠে নামবেন তাঁরা ।
লিয়োনেল মেসি প্যারিস সঁ জরমঁ-য় । ফরাসি লিগে পিএসজি-র প্রথম ম্যাচ আগামী ২৮ ডিসেম্বর । আর্জেন্টিনায় ফিরে পিএসজি-র শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে মেসির । কিন্তু, বিশ্বকাপের পরে পরেই তিনি খেলতে রাজি হবেন কি না, সেই বিষয়ে সন্দেহ রয়েছে । সেক্ষেত্রে মেসিকে ছুটি দিতে পারে ক্লাব । কিলিয়ন এমবাপের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য । এমবাপের ক্লাবও পিএসজি । মেসির মতো তাঁকেও ছুটি দিতে পারে পিএসজি । তবে, নেইমারকে পিএসজি-র হয়ে মাঠে নামতেই হবে । ৯ ডিসেম্বর ব্রাজিল কোয়ার্টার ফাইনালেই ছিটকে গিয়েছে । হাতে অনেকদিন সময় পেয়েছেন তিনি । তাছাড়া, মেসি ও এমবাপে যদি না থাকে, তার জন্য দল তাঁকে কোনওভাবেই ছাড়তে চাইবে না ।
অন্যদিকে, বিশ্বকাপের মাঝেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে বিচ্ছেদ হয়েছে রোনাল্ডোর । এবার তাঁকে আর কোনও ক্লাবের হয়ে সম্ভবত খেলতে দেখা যাবে না । জানুয়ারিতেই পরের ট্রান্সফার উইন্ডো খুলবে । তখনই কোনও ক্লাবে খেলার সুযোগ তৈরি হবে তাঁর । উল্লেখ্য,এবছরই প্রথম ক্লাব ফুটবল মরসুমের মাঝে হয়েছে বিশ্বকাপ । ফলে, বিভিন্ন দেশে ক্লাব ফুটবল বন্ধ থেকেছে ।