বিশ্বকাপ ফাইনালে (Qatar World Cup) নামার আগে এক বিশেষ বার্তা এসে পৌঁছল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির (Lionel Messi) কাছে। বার্তাটি পাঠিয়েছেন মেসির প্রথম শিক্ষক মনিকা দমিনা (Monica Domina)। ভালোবাসায় মোড়া খোলা চিঠিতে মনিকা লিখেছেন, মৃত্যুর আগে একবার হলেও মেসিকে (Messi) জড়িয়ে ধরতে চান তিনি।
খোলা চিঠিতে মনিকা লিখেছেন, 'হ্যালো লিও, ঈশ্বরকে ধন্যবাদ, তোমার শিক্ষিকা হতে পেরেছি। আমার ছাত্র হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। সব সময় একই রকম থাকার জন্য ধন্যবাদ। তুমি খুব সাধারণ, বিনয়ী, দুর্দান্ত একজন মানুষ। কখনও নিজেকে বদলাবে না। তোমার জীবনের অংশ হতে পেরে খুবই গর্বিত। অনেক বিপর্যয়ের মধ্যেও আমাদের সুখ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। তোমার হাসিমুখটা দেখাই আমার সুখ। আমি তোমার শিক্ষক, এটা আমার কাছে স্বপ্নের মতো। তোমার ছোটবেলার শিক্ষিকা হওয়ার সুবাদে তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই। বিশ্বকাপ ফাইনাল ও ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।'
আরও পড়ুন- মেসি ও এমবাপে, বিশ্বকাপ ফাইনালে দুই মহাতারকার প্রতিভার লড়াই প্রাপ্তি ফুটবলপ্রেমীদের
রোজারিওতে জন্ম মেসির। সেখানে চতুর্থ গ্রেড পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। সেই সময়ে লিওর শিক্ষিকা ছিলেন মনিকা দমিনা। তাঁর হাত ধরেই লিখতে শিখেছেন মেসি। বর্তমানে হার্টের সমস্যায় ভুগছেন মনিকা। জানা নেই তাঁর এই আবেদন মেসির কানে পৌঁছবে কি না। যদি পৌঁছোয় মেসি নিশ্চয়ই ফিরে যাবেন ছোট্ট গ্রাম রোজারিওতে। জড়িয়ে ধরবেন শিক্ষিকাকে। স্মৃতিচারণ করবেন সেই সব দিনের, যে দিনগুলিতে কেউ আন্দাজ করতে পারেননি ছোট্ট লিও একদিন বিশ্বের সেরা ফুটবলার হবে।