পিএসজি ছেড়ে কোন ক্লাবে যাবেন লিওনেল মেসি (Lionel Messi ), সেই নিয়ে জল্পনার চলছিল বেশ কয়েকদিন ধরেই । সেক্ষেত্রে বারবার উঠে আসছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল, বার্সেলোনার নাম । কিন্তু, সেসব নাম পিছনে ফেলে মেসি কাটলেন আমেরিকার টিকিট । আমেরিকার ক্লাব ইন্টার মায়ামি-তে যোগ দিচ্ছেন লিও । নিজেই সব জল্পনার অবসান ঘটিয়ে তা জানিয়েছেন এলএমটেন ।
ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার বিষয়ে মেসি জানান, তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন । ইন্টার মিয়ামিতেই খেলবেন । লিওর কথায়, 'কিছু জিনিস এখনও বাকি আছে । কয়েকটা জিনিস পাইনি । তবে মিয়ামিতে আমার যাওয়া নিশ্চিত।' লিও মেসিকে নিজেদের ক্লাবে মরিয়া হয়ে উঠেছিল সৌদি ক্লাব আল হিলাল । পুরনো সৈনিককে ফিরে পেতে চেয়েছিল বার্সালোনা । কিন্তু, যে ক্লাবের নাম আলোচনায় আসেনি, সেই ক্লাব কার্যত নিঃশব্দে মেসিকে নিয়ে লক্ষ্যপূরণ করে ফেলল ।
আরও পড়ুন, Lionel Messi : সত্যিই বার্সালোনায় ফিরতে চেয়েছিলাম, কিন্তু...কী কারণে বার্সাতে গেলেন না মেসি ?
জানা গিয়েছে, মেসি ফুটবলারজীবনের শেষ দিকে আমেরিকায় খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন একসময় । তা অজানা ছিল না মিয়ামির কর্ণধার ডেভিড বেকহ্যামের । কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা শিবিরে পৌঁছে গিয়েছিলেন তিনি । পিএসজিতে গিয়ে একপ্রস্থ আলোচনা সেরেছিলেন বলে খবর ।