আরও একটি নতুন নজির গড়লেন আর্জেন্টিনা এবং পিএসজির মহাতারকা লিওনেল মেসি। লিগ ওয়ানের ম্যাচে মার্সেইয়ের বিরুদ্ধে গোল করলেন কিও৷ ক্লাব কেরিয়ারে এটি তাঁর ৭০০ তম গোল। নিঃসন্দেহে মেসির বর্ণময় মুকুটে যোগ হল একটি নতুন পালক।
ক্লাব কেরিয়ারে ৭০০ গোল করার বিরল কৃতিত্ব মেসি ছাড়া রয়েছে মাত্র একজনেরই। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ মার্সেইয়ের বিরুদ্ধে গোল করে মেসি ছুঁয়ে তাঁর দীর্ঘদিনের প্রতিপক্ষ ও বন্ধু পর্তুগিজ মহাতারকাকে।
Bengal 11th Grandmaster : রাজ্য পেল একাদশতম গ্র্যান্ডমাস্টার, দেশের মধ্যে ৮১ তম সায়ন্তন
কাতারে ফিফা বিশ্বকাপ জিতেছেন মেসি। ফুটবল বিশ্বের সব শৃঙ্গই জয় করেছেন তিনি। এবার ছুঁয়ে ফেললেন ক্লাব কেরিয়ারে ৭০০ গোলের মাইলফলক। পিএসজির হয়ে ২৮টি গোল করেছেন মেসি। বার্সেলোনার হয়ে করেছেন ৬৭২টি গোল।