ফের ভারতে আসতে পারে আর্জেন্টিনা। তবে, এবার কলকাতায় নয়। ২০২৩ এর ফিফা বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসিদের গন্তব্যস্থল কেরলে। মঙ্গলবার কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আর্জেন্টিনা ভারতে খেলতে আগ্রহী। সে দেশের পক্ষ থেকে একটি ইমেইল এসেছে।
এদিন ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান আরও জানিয়েছেন, আর্জেন্টিনার পক্ষ থেকে মেইল পেলেও এখনও তাঁরা ঠিক করতে পারেননি কবে অনুষ্ঠিত হবে ম্যাচটি। কারণ জুলাই মাসে কেরলে বৃষ্টি হয়। নির্দিষ্ট তারিখ ঠিক করে তবেই মুখোমুখি বৈঠকের আয়োজন করা হবে।
আরও পড়ুন - সিডনি টেস্টে নেই শাহিন আফ্রিদি, ক্ষোভপ্রকাশ করলেন ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিস
এর আগে একবার এআইএফএফের সঙ্গে ভারতের ম্যাচ খেলার বিষয় নিয়ে কথা হয়েছিল আর্জেন্টিনার ফুটবল সংস্থার। কিন্তু বিশাল আর্থিক ব্যয়ের কথা চিন্তা করে এই ম্যাচের আয়োজন করা হয়নি। এবারের ম্যাচের জন্যও আনুমানিক ৪০ কোটি টাকার প্রয়োজন। কেরল সেই অর্থ যোগাড়ের চেষ্টায় নেমে পড়েছে। জানা গিয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই ভারতের মাটিতে পা রাখতে চলেছেন মেসি।