স্বপ্নপূরণের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে নীল সাদা জার্সিধারীরা। শুক্রবার পেনাল্টি (penalty) থেকে গোল করার পর দুই কানের পাশে হাত দিয়ে গোল উদযাপন করেন লিওনেল মেসি (Lionel Messi)।
যে ছবি দেখে আবেগে ভাসছে নেট দুনিয়া। কারণ তাঁর এই দু'কানের পাশে হাত দিয়ে উদযাপন ফুটবলপ্রেমীদের মনে করিয়ে দিচ্ছে আর্জেন্টিনার প্রাক্তন তারকা ফুটবলার রিকুয়েলমের ( Juan Roman Riquelme) কথা। রিকুয়েলমেও গোল (Riquelme-esque style) করে এভাবেই কানের পাশে দু'হাত সেলিব্রেট করতেন। ফুটবলপ্রেমীদের মতে, নেদারল্যান্ডসের বর্তমান কোচ ফ্যান হালকে রিকুয়েলমের কথা স্মরণ করিয়ে দিতেই মেসির এই উদযাপন।
আরও পড়ুন- ক্রোয়েশিয়ার কাছে হার, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত নেইমারের
একসময়ে বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্বে ছিলেন ফ্যান হাল। সেই সময় দলে ছিলেন রিকুয়েলমে। কিন্তু কোচের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, ভাল পারফরম্যান্স করেও দিনের পর দিন তাঁকে বেঞ্চে বসিয়ে রাখতেন কোচ, এমনকি গোল কিংবা এ্যাসিস্ট পাওয়ার পরেও তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করতেন ফ্যান হাল। ফুটবলপ্রেমীদের মতে, সেই কারণেই বিশ্বকাপের মঞ্চে কোচ ফ্যান হালের বর্তমান দলকে গোল দিয়ে রিকুয়েলমের অপমানের জবাব দিলেন মেসি।