রোনাল্ডোর সব রেকর্ড ছাপিয়ে যেতে পারেন লিয়োনেল মেসি। এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে সব থেকে বেশি গোল করার রেকর্ড রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তার পরেই রয়েছেন লিয়োনেল মেসি। কিন্তু বর্তমানে ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যের ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সিআর ৭। আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলা সম্ভব নয় তাঁর পক্ষে। অন্যদিকে, মেসি খেলেন পিএসজি ক্লাবের হয়ে। ফলে, তাঁর কাছে সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে খেলে রোনাল্ডোর সব রেকর্ড ছাপিয়ে যাওয়ার।
আরও পড়ুন- আর্জেন্টিনার গোলকিপার এমি মার্টিনেজের নামে উপগ্রহ এলন মাস্কের সংস্থা স্পেস এক্সের
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাস এই তিনটি ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলেছেন রোনাল্ডো। তিনি ১৮৩টি ম্যাচে ১৪০টি গোল করেছেন। তাঁর পরেই রয়েছেন মেসি। বার্সেলোনা এবং পিএসজি'র হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ১৬১টি ম্যাচে ১২৯টি গোল করেছেন তিনি। অপেক্ষা আর শুধুমাত্র ১২ গোলের। তার পরেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে যাবেন মেসি।