প্যারিস সঁ জরমঁর (PSG) নয়, এবার নতুন ক্লাবের জার্সিতে খেলবেন মেসিকে (Lionel Messi ) ? এমনই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে ফুটবল মহলে । গুঞ্জন ছড়িয়েছে, একই ক্লাবে নাকি মেসি, কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) ও নেইমারের খেলা কঠিন হয়ে পড়েছে । তিন ফুটবলারের সম্পর্কেই চিড় ধরেছে বলে খবর । তাই, মেসির ক্লাববদলের জল্পনাও শুরু হয়েছে ।
পিএসজি কোচ ক্রিস্টোফ গাল্টিয়ের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিন জনকে একসঙ্গে খেলানো যাচ্ছে না । এবার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে । এমবাপের সঙ্গে অন্য স্ট্রাইকারদের জুড়ে দেওয়া হতে পারে । জানা গিয়েছে, পিএসজির নতুন চুক্তিতে এখনও সই করেননি মেসি । মেসির বেতন কমানোর প্রস্তাব মানতে চাননি তাঁর বাবা তথা লিয়োর এজেন্ট জর্জে মেসি । তাই, নতুন চুক্তি নিয়ে আলোচনা বন্ধ রয়েছে । এরই মধ্যে আমেরিকার মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামি মেসিকে প্রস্তাব দিয়েছে বলে খবর ।
আরও পড়ুন, Chetan Sharma Resigns:জাতীয় নির্বাচকের পদ থেকে ইস্তফা চেতনের, স্টিং অপারেশনে মুখ খোলার জের ?
মেসি ফ্রান্সে থাকবেন নাকি আমেরিকায় যাবেন, সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই খবর ।