বিশ্বজয় করে সদ্য ঘরে ফিরেছেন, প্রথম রাতে বহু কাঙ্ক্ষিত কাপ জড়িয়েই ঘুমিয়েছেন, এবার কলম ধরলেন লিওনেল মেসি। উঠে এল প্রতীক্ষার কথা, মারাদোনার কথা।
গ্র্যান্ডোলি থেকে কাতার। তিন দশকের অপেক্ষায় ফুটবল আনন্দ দুঃখ দুই-ই দিয়েছে, লিখলেন মেসি, স্বপ্ন দেখা বন্ধ করেননি, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আজীবনের, জানালেন ফুটবলের বরপুত্র।
মেসির লেখায় উঠে এসেছে, ২০১৪-এর ব্যর্থতার প্রসঙ্গও, উঠে এসেছে, ফুটবলের রাজপুত্র দিয়াগো মারাদোনার কথা। এই বিশ্বকাপ তাঁর জন্যেও, স্বর্গ থেকে যিনি অনুপ্রাণিত করে গেছেন লিওদের।
আর্জেন্টিনার অগণিত ভক্ত থেকে দিনের পর দিন খেলতে সুযোগ না পেয়ে বেঞ্চে বসে থাকা খেলোয়াড়, এই জয়ের ভাগীদার সকলেই, লিখলেন লিও।