ফিফার ইতিহাসে অন্যতম অঘটন তো বটেই। বিশ্বকাপের মঞ্চে ৩ নম্বর দেশকে হারিয়ে অনায়াসে জয় ছিনিয়ে নিয়েছে ক্রমতালিকায় ৫১ নম্বরে থাকা একটি দেশ। সোউদি আরবের বিরুদ্ধে আর্জেন্টিনার এই হারে রীতিমতো বিদ্বস্ত মেসি, ডি মারিয়ারা।
কোপা আমেরিকা জেতার পর বাইশের বিশ্বকাপের দাবিদার হিসেবেও মারাদোনার দেশকে এগিয়ে রেখেছে ফুটবলপ্রেমীদের বড় অংশ। সেখানে প্রথম ম্যাচেই এমন হার!
আর্জেন্টিনার অগণিত দর্শকের কাছে আজকের ম্যাচ একটা বড় ধাক্কা, মেনে নিয়েই মেসি বলেছেন, "কখনও ভাবতে পারিনি হেরে যাব। তবে একটা কথা বলতে পারি, আমরা সমর্থকদের মিথ্যা বলে এখানে আসিনি। আগেও অনেক ম্যাচ খেলেছি। আজও খুব একটা খারাপ খেলিনি। আশা করি এই হার থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। ঐক্যবদ্ধ হওয়ার এটাই সেরা সময়। এই হার আশা করিনি ঠিকই। কিন্তু গোটা পরিস্থিতি বদলে দেওয়ার ক্ষমতা আমাদের হাতেই রয়েছে।”
মেসি মেনে নিয়েছেন দ্বিতীয়ার্ধে তাদের অনেক ভুল হয়েছে। সৌদি আরব খেলার একটুও জায়গা দেয়নি। শারীরিক শক্তি কাজে লাগিয়েছে। স্বীকার করেছেন, বড্ড বেশি আক্রমণাত্মক খেলা খেলতে গিয়েই ভুল হয়েছে।