নিত্যনতুন রেকর্ড গড়েই চলেছেন ফুটবল তারকা লিওনেল মেসি । দিন কয়েক আগেই কেরিয়ারের ৮০০ তম গোল করে নজির গড়েছিলেন । এবার আন্তর্জাতিক ফুটবলে ১০০তম গোল করে নয়া রেকর্ড গড়লেন এলএমটেন । শুধু তাই নয়, কুরাসাওয়ের বিরুদ্ধে ম্যাচে এদিন হ্যাটট্রিক করেন মেসি । উল্লেখ্য, কুরাসাওয়ের বিরুদ্ধে এদিন বিরাট ব্যবধানে জেতে আর্জেন্টিনা । ৭-০ তে কুরাসাওকে হারিয়ে দেয় বিশ্বচ্যাম্পিয়ন দল ।
মেসি ম্যাচ শুরুর ২০ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন । এরপর পরপর তিনটি গোল করে হ্যাটট্রিক করেন । জাতীয় দলের জার্সিতে এই নিয়ে ৭ বার হ্যাট-ট্রিক গোল করেন মেসি । সেইসঙ্গে আন্তর্জাতিক ফুটবলে সেঞ্চুরি হাঁকালেন । ১০০ পার করে সময় লেগে গেল প্রায় ১৭ বছর । এই নিয়ে তিনজন ফুটবলার আন্তর্জাতিক ফুটবলে ১০০ করার নজির গড়েছেন । মেসি ছাড়া সেই তালিকায় রয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১২২), আলি ডায়েই (১০৯) ।
মঙ্গলবার রাতের প্রীতি ম্যাচে প্রতিপক্ষের প্রবল চাপ সামলে পাল্টা আক্রমণের সুযোগ সেভাবে পায়নি কিরাসাও । মেসি ছাড়াও এদিন আর্জেন্টিনার হয়ে গোল করেন , ডি মারিয়া, মনটেইল, এনজো ও নিকো ।