তাঁর পায়ের জাদুতে মন্ত্রমুগ্ধ ফুটবল বিশ্ব। মাঠের চার সীমানার মধ্যেই বেশি স্বচ্ছন্দ তিনি। কিন্তু এবার লিয়োনেল মেসিকে (Lionel Messi) অন্য ভূমিকাতেও দেখা যাবে। ফুটবলের মতো অভিনয়েও তিনি স্বচ্ছন্দ কিনা তা দেখার জন্য এখন থেকেই প্রহর গুণছেন তাঁর ভক্তরা।
আর্জেন্টিনার ফুটবলার লিয়োনেল মেসির এবার অভিনয়ে হাতেখড়ি হতে চলেছে। তিনি অভিনয় করবেন একটি ওয়েব সিরিজে (Web Series)। এতদিন মেসিকে নানা বিজ্ঞাপনে দেখা গিয়েছে। কিন্তু ওয়েব সিরিজে এই প্রথম। নিজের ভূমিকাতেই তিনি এই সিরিজে অভিনয় করবেন। সিরিজটির দ্বিতীয় সিজন পরের বছর মুক্তি পাওয়ার কথা। যদিও খবরটি শোনার পর মেসির অনুরাগীরা এখন থেকেই প্রহর গুণতে শুরু করে দিয়েছেন।
আর্জেন্টিনার একটি টিভি চ্যানেলে এই ওয়েব সিরিজ দেখা যাবে। সিরিজটির নাম ‘লস প্রোটেক্টরেস’। পরিচালনার দায়িত্বে রয়েছেন মার্ক কার্নেভালে। ইতিমধ্যে সিরিজটির প্রথম সিজন চলতি বছরের মার্চেই মুক্তি পেয়েছে। দ্বিতীয় সিজন মুক্তি পাবে আগামী বছর। তিন জন ফুটবল এজেন্টের জীবনের ঘটনা নিয়ে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ। কী ভাবে কঠিন আর্থিক পরিস্থিতি সামনে তাঁরা দেউলিয়া হওয়া থেকে বাঁচলেন, সেই গল্পই তুলে ধরা হয়েছে। সিরিজের দ্বিতীয় সিজনে মেসি নিজের ভূমিকাতেই অভিনয় করবেন।
লাতিন আমেরিকা বেশিরভাগ দেশে এই ওয়েব সিরিজ দেখা যাবে। তবে ইউরোপ বা এশিয়ার কোনও দেশে তা দেখা যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। সম্প্রতি একটি ভিডিয়োয় মেসিকে দেখা গিয়েছে ওয়েব সিরিজের বাকি অভিনেতাদের সঙ্গে উচ্ছ্বাস করতে।