ফের সেরার সেরা লিওনেল মেসি (Lionel Messi)। এমবাপে, বেঞ্জিমাদের হারিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলারের (FIFA Awards) খেতাব জিতে নিলেন লিও । ৫২ পয়েন্ট পেয়েছেন তিনি । অন্যদিকে, ৪৪ পয়েন্ট পেয়ে এবারও দ্বিতীয় হয়েই থাকতে হল কিলিয়ান এমবাপে-কে (Mbappe) । তৃতীয় হয়েছেন করিম বেঞ্জিমা, তাঁর সংগ্রহ ৩৪ পয়েন্ট । মহিলাদের মধ্যে বর্ষসেরা হয়েছেন আলেক্সিয়া পুটেলাস ।
প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ফিফার অ্যাওয়ার্ড প্রোগ্রাম । পুরুষদের মধ্যে বছরের সেরা কোচ হয়েছেন আর্জেন্টিনার লিওনেল স্কালোনি । তিনিই দেশকে তৃতীয় বিশ্বকাপ এনে দিয়েছেন । অন্যদিকে, মহিলাদের মধ্যে সেরা কোচ ইংল্যান্ডের ম্যানেজার সারিনা উইগম্যান ।
আরও পড়ুন, New Zealand VS England : ওয়েলিংটনে থ্রিলার, ইংল্যান্ডের বিরুদ্ধে ১ রানে জিতল কিউয়িরা
পুরুষদের মধ্যে ফিফার বর্ষসেরা ফুটবলারের তালিকায় কে কোথায় রয়েছেন, একনজরে দেখে নিন
৪.লুকা মডরিচ (২৮)
৫. আরলিং হালান্ড (২৪)
৬.সাদিয়ো মানে (১৯)
৭. জুলিয়ান আলভারেজ (১৭)
৮. আশরাফ হাকিমি (১৫)
৯. নেইমার (১৩)
১০. কেভিন দি ব্রুইন (১০)
সম্প্রতি, আর্জেন্টিনার সাংবাদিক ফ্রান্সিস আগুইলারের দাবি করেছিলেন, ফিফার ২০২২ সালের বর্ষসেরা ফুটবলার হচ্ছেন লিয়োনেল মেসি (Lionel Messi) । ফিফার ঘোষণার আগেই কীভাবে তিনি লিও-কে বর্ষসেরা বলে দাবি করতে, সেই বিষয়েও প্রশ্ন উঠতে শুরু করে ।