শুক্রবার থেকে শুরু আইপিএল ২০২৩! ইতিমধ্যে সেই উত্তাপ ছড়িয়েছে গোটা দেশে। ২২ গজের ক্রিকেটারদের মতোই নজর কাড়ছেন সঞ্চালনার দায়িত্বে থাকা ১১ জন গ্ল্যামার কুইন। একবার চোখ বুলিয়ে নেওয়া যাক এই টিমের দিকেও।
মন্দিরা বেদি
মন্দিরার হাত ধরেই ভারতীয় ক্রিকেট পেয়েছিল প্রথম মহিলা সঞ্চালক। অনেক বছর বিরতির পর আবার ফিরলেন মন্দিরা।
মায়ান্তি ল্যাঙ্গার
ভারতীয় ক্রিকেটার স্টুয়ার্ট বিন্নীর স্ত্রী মায়ান্তি দীর্ঘ দিন ধরে সঞ্চালনা করছেন , এবারেও দেখা যাবে মায়ান্তিকে।
পল্লবী শারদা
আইপিএলের নতুন মুখদের মধ্যে অন্যতম। জন্ম অস্ট্রেলিয়ায়, বলিউডেও চেনা মুখ পল্লবী।
শিবানী ডান্ডেকর
দীর্ঘ দিন ধরে টেলিভিশনের পরিচিত মুখ তিনি। আগেও খেলায় সঞ্চালনা করতে দেখা গিয়েছে তাঁকে।
সৌম্যা টন্ডন:
হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ সৌম্যা থাকছেন আইপিএলের সঞ্চালকের ভূমিকায়।
করিশ্মা কোটাক
গত কয়েকটি মরসুমে মডেল অভিনেত্রী করিশ্মাকে আইপিএলে সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে।
রোশনি চোপড়া:
টেলিভিশনের পরিচিত মুখ রোশনিও এই আইপিএ-এর সঞ্চালিকাদের অন্যতম।
অর্চনা বিজয়
কলকাতায় জন্ম, বেড়ে ওঠা অর্চনা বিজয় ক্রীড়া সঞ্চালক হিসাবে বেশ কয়েক বছর ধরে নিজের জায়গা তৈরি করেছেন অর্চনা।
সোনালি নাগরানি: সোনালিও টেলিভিশনের পরিচিত মুখ। আইপিএল সঞ্চালনা অবশ্য এই প্রথম।
লেখা ওয়াশিংটন
তামিলনাড়ুর পোশাক শিল্পী-গীতিকার লেখা ১১ জন সঞ্চালিকার অন্যতম।
রোচেল রাও
মডেলিং থেকে অভিনয়ে আসা রোচেল আগেও ক্রীড়া সঞ্চালনা করেছেন, এবারেও দেখা যাবে তাঁকে।