ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবিবারের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৬ রানে হারিয়ে দিল লখনউ সুপার জায়ান্টস। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লখনউ অধিনায়ক কে এল রাহুল। ব্যাট করতে শুরু করেই তাঁর দল বুঝিয়ে দেয়, অধিনায়কের সিদ্ধান্তে কোথাও ভুল ছিল না। অধিনায়ক রাহুল নিজেই খেলেন ৭৭ রানের একটি দারুণ ঝকঝকে ইনিংস। তাঁকে যোগ্য সঙ্গত দেন দীপক হুডা। করেন ৫২ রান। এই ম্যাচ জিতে প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল লখনউ সুপার জায়ান্টস।
কুইন্টন ডি'কক লখনউয়ের হয়ে শুরুটা ভাল করলেও বেশিদূর এগোতে পারেননি। ১৩ বলে ২৩ রান করে আউট হন তিনি। তবে ডি'ককের আউট হওয়ার পর রাহুল ও দীপক হুডা লখনউয়ে হাল ধরে নেন। দ্বিতীয় উইকেটে রাহুল-হুডা মিলে ৯৫ রান যোগ করেন।
১৯৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি শুরুটা একেবারেই ভাল করেনি। দলগত ১৩ রানের মধ্যেই পৃথ্বী শ (৫) ও ডেভিড ওয়ার্নার (৩), দুই ওপেনারকে হারায় দিল্লি। তবে মিচেল মার্শকে এদিন দারুণ ছন্দে দেখাচ্ছিল। ঋষভ পন্তের সঙ্গে মার্শ যখন ব্যাট করছিলেন, তখন মনে হচ্ছিল দিল্লি হয়তো সহজেই ম্যাচ জিতে যাবে। হঠাৎ করেই ছন্দপতন। কৃষ্ণাপ্পা গৌতমের বিরুদ্ধে বড় শট মারতে গিয়ে ২০ বলে ৩৭ রানে ডি'ককের হাতে ক্যাচ দিয়ে আউট হন মার্শ।