ফের হারল মুম্বই (LSG beat MI by 36 runs)। চলতি আইপিএলে ফের শতরান লখনউ সুপার জায়ান্টসের কে এল রাহুলের। (K L Rahul century)। ওয়াংখেড়েতে রবিবারের ম্যাচের পরে প্লে-অফে যাওয়া অনিশ্চিত হয়ে গেল রোহিত শর্মার দলের কাছে। চলতি আইপিএলে (IPL 2022) ওয়াংখেড়েতে এটাই ছিল মুম্বইয়ের প্রথম ম্যাচ। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তুতেই কিছুতেই কিছু হল না। ৩৬ রানে হেরে মাথা নিচু করেই সাজঘরে ফিরতে হল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সদস্যদের।
আরও পড়ুন: রাজায় রাজায় যুদ্ধ, সোমবার ব্রেবোর্নে মুখোমুখি পাঞ্জাব ও চেন্নাই
ব্যাট করতে নেমে মোটেও সুবিধে করতে পারেনি লখনউ (Lucknow Super Giants)। রানের গতি ছিল খুবই কম। চতুর্থ ওভারেই কুইন্টন ডি’কককে হারায় তারা। পাওয়ার প্লে-তে মাত্র ৩২ রান ওঠে। ডি’কক ফেরার পর মণীশ পান্ডের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেছিলেন রাহুল (K L Rahul)। কিন্তু সেই জুটি ৫৮ রানের বেশি টেকেনি। এর পর কয়েক বলের ব্যবধানে ফিরে যান মার্কাস স্টোইনিস এবং ক্রুণাল পান্ডিয়া। শেষমেশ দুর্ধর্ষ শতরান করে দিয়ে যান কে এল রাহুল। ৬২ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন তিনি।
জয়ের জন্য টার্গেট ছিল ১৬৯। কিন্তু ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রানের বেশি তুলতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। মাত্র তিনজন ব্যাটার ছাড়া কোনও ব্যাটার দুই অঙ্কের রান পেলেন না। ওপেনিং জুটিতে ৭ ওভারে উঠেছিল ৪৯। অষ্টম ওভারের প্রথম বলেই ঈশান কিশান আউট হন। মেগা নিলামে ১৫.২৫ কোটি দর পাওয়া কিশান ফের ব্যর্থ।