শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামার আগে শেষবেলার প্র্যাকটিস সেরে নিল লখনউ সুপার জায়ান্টস। ব্রেবোর্ন স্টেডিয়ামের এই ম্যাচটিই চলতি আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের প্রথম দিনের আলোর ম্যাচ।
গত ম্যাচে রাজস্থান রয়্যালসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেও মাত্র ৩ রানে হেরে যায় লখনউ। সেই ম্যাচের পুনরাবৃত্তি যাতে আর না হয়, তার জন্য বদ্ধপরিকর দেখাল লখনউ দলকে। মার্কাস স্টোইনিস, কুইন্টোন ডি কক, আয়ুষ বাদোনি, কে এল রাহুলরা নেটে ঘাম ঝড়ালেন প্রচুর। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলে আসা কুইন্টোন ডি কক পুরনো দলের সঙ্গে খেলতে নামার আগে বেশ কিছুটা চাপে। অধিনায়ক কে এল রাহুলও মনে করেন, মুম্বই ইন্ডিয়ান্স যে কোনও সময় ঘুরে দাঁড়াতে পারে।
প্রসঙ্গত, চলতি আইপিএলে এখনও পর্যন্ত একটি ম্যাচেও জয় পায়নি মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচটি ম্যাচের প্রতিটিতেই পরাজিত হয়েছে তারা। অন্যদিকে, পাঁচটি ম্যাচ খেলে লখনউ'র জয় তিনটিতে। তারা হেরেছে দুটি ম্যাচ। শেষ ম্যাচে দুই দলই হেরে যাওয়ায় এই ম্যাচটি জেতার জন্য দু'পক্ষই মরিয়া থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ডিসক্লেমার: এডিটরজি আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের অংশ