আইপিএলে অতীতে হয়ে গেলেও লখনউ বনাম ব্যাঙ্গালোর যুদ্ধ এখনও জারি সমাজমাধ্যমে । তারই প্রমাণ পাওয়া গেল সম্প্রতি । রবিবার চলতি মরসুমে ব্যাঙ্গালোরের অন্যতম সেরা ম্যাচের সাক্ষ্মী থেকেছে ক্রিকেটমহল । রাজস্থান রয়্যালসকে মাত্র ৫৯ রানেই গুটিয়ে দেয় বিরাট বাহিনী । এরপরই টুইটারে ব্যাঙ্গালোরের প্রশংসা করে লখনউ সুপার জায়েন্টস । যার ফলস্বরূপ এখন সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি-গৌতম গম্ভীরকে নিয়ে মিমের বন্যা ।
আইপিএলের মাঠে কোহলি-গম্ভীরের বাক-বিতণ্ডা বেশ কয়েকদিন ধরেই চর্চায় রয়েছে । তবে, দুই দলের তরফে মাঠে সৌজন্যতা আনার চেষ্টা করা হচ্ছে । কিন্তু, নেটমাধ্যম কোথাও না কোথাও সেই বিতর্ক জিইয়ে রাখছে । লখনউয়ের তরফে টুইটারে লেখা আরসিবি, সঙ্গে সুন্দরের ইমোজি । সেই টুইটকে রিটুইট করেই চলল ট্রোলড । মিম বানালেন নেটিজেনদের একাংশ । কেউ সেখানে লিখেছেন, "জ্বলছে নিশ্চয় ? " কেউ আবার লেখেন, বিরাট কোহলিদের নতুন হেটারস প্রয়োজন, পুরনো শত্রু তো তাঁদের ফ্যান হয়ে গিয়েছে !" আবার অনেকে বিরাটের মুখে আঙুল দেওয়া ছবি পোস্ট করেছেন ।
রবিবার আরসিবির বিরুদ্ধে ৫৯ রানে অল আউট হয়ে যায় রাজস্থান। আইপিএলে ঘরের মাঠে লজ্জার হার সঞ্জুদের। জয়পুরে ১১২ রানে জিতে পয়েন্ট তালিকায় বিরাট লাফ দেয় আরসিবি। কোহলিদের ১৭১ রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো মুড়িয়ে যায় রাজস্থান। ১২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে আরসিবি।