পরপর তিনটি ম্যাচে দুর্দান্ত জয় পেয়ে চলতি আইপিএলে (IPL 2022) দারুণ জায়গায় রয়েছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। রবিবার সন্ধেবেলা ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মুখোমুখি হওয়ার আগে রীতিমতো চাঙ্গা আয়ুষ বাদোনি, মনীশ পান্ডেদের দল। এর মধ্যেই কোয়ারেন্টাইন দশা শেষ করে দলে যোগ দিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার মার্কাস স্টোইনিস। চলতি আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামবেন তিনি।
আরও পড়ুন: মাগুরপুকুর জোড়া খুনের ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার মূল অভিযুক্ত, তোলা হল আদালতে
অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর শেষ করে ভারতের মাটিতে পা রাখলেন এই প্রতিভাবান অলরাউন্ডার (Marcus Stoinis)। শনিবারই প্রথমবার লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants net practice) নেট সেশনেও দেখা গেল তাঁকে। ৩ দিনের কোয়ারেন্টাইন শেষ করে দলের চতুর্থ ম্যাচে খেলতে নামার আগে ফুরফুরে মেজাজে রয়েছে স্টোনিস। প্র্যাকটিস সেশনেও তাঁকে দারুণ ফর্মে দেখা গেল। তিনি বলেন, দলের সঙ্গে যোগ দিতে পেরে রীতিমতো উৎফুল্লবোধ করছি আমি। তাঁর মুখে শোনা গেল কে এল রাহুলের উচ্ছ্বসিত প্রশংসা। স্টোইনিস (Marcus Stoinis) জানান, কে এল রাহুল নিজেকে একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবেই শুধু উন্নীত করেননি, একজন দারুণ অধিনায়ক হিসেবেও উঠে এসেছেন তিনি। তিনি এর আগে রাহুলের সঙ্গে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন।
কে এল রাহুল এবং রবি বিষ্ণোইয়ের মতোই কে এল রাহুলও লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) ড্রাফট পিক। এই মুহূর্তে গোটা দলকেই সম্পূর্ণ আত্মবিশ্বাসী দেখাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই আত্মবিশ্বাসী লখনউকে টানা চতুর্থ ম্যাচে জয়ের দিকে নিয়ে যাবে।
ডিসক্লেমার: এডিটরজি আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের অংশ