LSG vs RR match report: লখনউ'র বিরুদ্ধে নয়া 'কুল-চা' জুটি, চাহালের চার উইকেট, অভিষেকেই নায়ক কুলদীপ সেন

Updated : Apr 11, 2022 00:18
|
Editorji News Desk

রূদ্ধশ্বাস ম্যাচ! রাজস্থানের (Rajasthan Royals) দিকে পাল্লা ভারী থাকলেও শেষ ওভার পর্যন্ত বোঝা যাচ্ছিল না, নিশ্চিতভাবে কোন দল জিতবে! ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) আইপিএলে (IPL 2022) রবিবারের দ্বিতীয় ম্যাচে শেষমেশ অবশ্য জয়লাভ করল রাজস্থান রয়্যালসই। ৩ রানে হারিয়ে দিল লখনউকে(Lucknow Super Giants)। অভিষেক ম্যাচেই শেষ ওভারে অসামান্য বল করে ভয়ঙ্কর হয়ে ওঠা মার্কাস স্টোইনিসকে (Marcus Stoinis) আটকে দিয়ে নায়ক হয়ে গেলেন কুলদীপ সেন। তার আগে লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং লাইন-আপের ওপর প্রথম আঘাত হানেন যুজবেন্দ্র চাহাল। ৪'টি অতি মূল্যবান উইকেট তুলে নেন তিনি। 

আরও পড়ুন: রামনবমীর দিন মাংস খাওয়াকে কেন্দ্র করে তাণ্ডব জেএনইউ'র হোস্টেলে, অভিযোগের তির এবিভিপি'র দিকে 

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) অধিনায়ক কে এল রাহুল (K.L Rahul)। প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেও তাড়াতাড়ি সাজঘরে ফিরে যান জস বাটলার। অধিনায়ক সঞ্জু স্যামসনও তিন নম্বরে নেমে তেমন দাগ কাটতে পারেননি। মাত্র ১২ বলে ১৩ রান করেই আউট হয়ে যান তিনি।

এই সময়েই ম্যাচের হাল ধরেন হেটমায়ার। ৩৬ বলে ৫৯ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে দেন। যে ইনিংস সাজানো ছিল ৬'টি বিশাল ওভার বাউন্ডারি দিয়ে। ২৩ বলে ২৮ রান করে তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ১৯ তম ওভারে আহত ও অবসৃত হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

রাজস্থান রয়্যালসের (RR beat LSG by 3 runs) ১৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম বলেই লখনউ হারায় অধিনায়ক কে এল রাহুলের (K.L Rahul) উইকেট। ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে যান তিনি। পরের বলেই আউট হয়ে যান কে গৌতম। দুজনেই খাতা খুলতে পারেননি।

তারপর ম্যাচে ফেরার চেষ্টা করলেও তেমনভাবে হালে পানি পাচ্ছিল না লখনউ'র ব্যাটিং। শেষমেশ হাত খোলেন দলে সদ্য যোগ দেওয়া মার্কাস স্টোইনিস। ১৭ বলে ৩৮ রান করেন তিনি। শেষ ওভারে কুলদীপ সেনের 'ম্যাজিক' না থাকলে এই ম্যাচে রাজস্থানের হার নিশ্চিত ছিল। 

আইপিএলে (IPL 2022) পরপর তিন ম্যাচে জয়ের পর এই প্রথমবার হারের মুখ দেখল লখনউ সুপার জায়ান্টস।

IPL 2022LSGRR

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া