Ipl 2022 : রবিবার ওয়াংখেড়েতে মুখোমুখি লখনউ ও রাজস্থান, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় অনুরাগীরা

Updated : Apr 09, 2022 19:02
|
Editorji News Desk

রবিবার আইপিএলে (IPL 2022) মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। চলতি আইপিএলের (IPL 2022) একদম প্রথম ম্যাচটিতে আরেক নতুন দল গুজরাট টাইটানসের কাছে হার দিয়ে শুরু করেছিল লখনউ (LSG)। তারপর তাদের বিজয়রথ আর থামেনি! কে এল রাহুলের (K L Rahul) অসামান্য অধিনায়কত্বের ওপর ভর করে এগিয়ে চলেছে লখনউ সুপার জায়ান্টস। চলতি আইপিএলে ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছে তারা।

আরও পড়ুন: রবিবার ব্রেবোর্নে মুখোমুখি কলকাতা ও দিল্লি, লড়াইয়ে এগিয়ে শাহরুখের দল

সবথেকে বড় ব্যাপার হল, প্রতিটি নতুন ম্যাচেই নতুন এক ম্যাচ উইনার উঠে আসছে লখনউ দল থেকে। আয়ুষ বাদোনির মতো আনকোরা মুখও ইতিবাচক প্রভাব বিস্তার করতে ছাড়ছেন না! রবিবারের ম্যাচেও দুরন্ত কিছু গেমপ্ল্যান নিয়েই মাঠে নামবে লখনউ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। 

অন্যদিকে, পরপর দুটি ম্যাচে জয় পেলেও তাদের তৃতীয় ম্যাচটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) কাছে পরাজিত হয় রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। দীনেশ কার্তিক আর শাহবাজ আহমেদের জুটির কাছে হার স্বীকার করে রাজস্থান। যদিও, রাজস্থানের অবস্থা এখনও ততটা সঙ্গীন নয়।

লিগ টেবিলেও ৪ নম্বর পজিশনে আছে তারা। জস বটলারের নেতৃত্বে দারুণ ফর্মে রয়েছে রাজস্থানের ব্যাটিং লাইন-আপ। রবিচন্দ্রন অশ্বিন আর যুজবেন্দ্র চাহালের নেতৃত্বে বোলিং বিভাগও যথেষ্ট ঝলমলে। বিশেষজ্ঞদের মতে, কেবলমাত্র জেতার ব্যাপারে বদ্ধপরিকর থেকে লড়ে জেতে পারলে সঞ্জু স্যামসনের দলের কাছে জয় শুধু সময়ের অপেক্ষা। 

এই মুহূর্তে রাজস্থান রয়্যালস তিনটি ম্যাচ খেলে লিগ টেবিলে (IPL league table) রয়েছে ৪ নম্বরে। অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টস চারটি ম্যাচ খেলে লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। গত ১৬ ম্যাচে ওয়াংখেড়েতে গড়ে প্রথম ইনিংসে ১৭১ রান হয়েছে। আগে ব্যাট করা দলের ম্যাচ জেতার হার ৩১ শতাংশ।

IPL 2022LSGRR

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া