টানা তিনটি ম্যাচ জিতে চলতি আইপিএলে (IPL 2022) দারুণ জায়গায় রয়েছে লখনউ সুপার জায়ান্টস (LSG)। রবিবারের ম্যাচে তারা মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালসের (RR)। তার জন্য তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। ওয়াংখেড়েতে রবিবারের ম্যাচ নিয়ে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) অনুরাগীদেরও উৎসাহের শেষ নেই। নেটে করন শর্মাকে বিশাল বিশাল ছক্কা হাঁকাতে দেখা গেল তিনি। এডিটরজি'র মুখোমুখি হয়ে তিনি জানালেন, "আমি প্রথম এগারোয় সুযোগ পেলে অত্যন্ত খুশি হবো। তবে, দল নির্বাচন নিয়ে আপাতত ভাবছি না। দল জয়ের মধ্যে রয়েছে। দারুণ ছন্দে রয়েছে। আমি শুধু এই প্রক্রিয়াটায় মনোনিবেশ করতে চাই এখন"।
আরও পড়ুন: বিরাট ও অনুজের ব্যাটের দাপটে ৭ উইকেটে মুম্বইকে হারাল বেঙ্গালুরু
দলের কোচ তথা প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক বিজয় দাহিয়ার (Vijay Dahiya) সঙ্গে অনুশীলনে দেখা গেল দীপক হুডাকে। তাঁর কথায়, দল এমন জয়ের ছন্দ ধরে রাখতে পারলে আইপিএলে চ্যাম্পিয়ন হওয়া একপ্রকার নিশ্চিত।
নেটে প্র্যাকটিস করতে দেখা গেল ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি ব্যাটসম্যান কাইল মেয়ারস ও ভারতীয় জোরে বোলার ময়াঙ্ক যাদবকেও। ভিডিয়োতে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) প্রধান কোচ রিকি পন্টিং ও সহকারি কোচ শেন ওয়াটসনকেও দেখা গেল।
এখনও পর্যন্ত চলতি আইপিএলে ৪'টি ম্যাচের মধ্যে ৩'টি-তে জয়লাভ করেছে লখনউ সুপার জায়ান্টস। রবিবারও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাদের বিজয়রথ অব্যাহত থাকবে বলে আশা অনুরাগীদের।
ডিসক্লেমার: এডিটরজি আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের অংশ