কোভিডের তৃতীয় ঢেউয়ের (Covid third wave) কথা মাথায় রেখেই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের (West Indies series) জন্য ভারতীয় দলে (Team India) এম শাহরুখ খান (M Shahrukh Khan) এবং আর সাই কিশোরকে (Sai Kishore) অন্তর্ভুক্ত করল বিসিসিআই (BCCI)। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে আহমদাবাদে শুরু হতে চলেছে এই সিরিজ।
তামিলনাড়ু (Tamil nadu) রঞ্জি দলের মিডল অর্ডার ব্যাটসম্যান এবং স্পিনার দুজনেই ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies series) বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলে থাকছেন।
শনিবার, এই প্রসঙ্গে বিসিসিআই-এর এক সূত্র (BCCI source) টাইমস অব ইন্ডিয়াকে জানায় যে, তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করতে সবরকম পরিস্থিতির কথাই মাথায় রেখেছে বোর্ড। তিনি আরও জানান, নেটে দারুণ বল করছেন সাই কিশোর (Sai Kishore)।
যদিও, তামিলনাড়ুর রঞ্জি দলে (Tamil Nadu Ranji team) এখনও এই দুজন ক্রিকেটারের পরিবর্ত ঘোষণা করা হয়নি।