তিনি ক্যাপ্টেন কুল ,তিনি অলরাউন্ডার। তাঁর অগণিত ভক্ত সারা বিশ্ব জুড়ে, তিনি মহেন্দ্র সিং ধোনি। ২২ গজে তিনি নামলেই ভারতীয়রা বুকে বল পায়। ৪২ বছর বয়সেও ফিটনেসে বিন্দুমাত্র খামতি নেই তাঁর। সম্প্রতি , মাহির একটি জিমের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জিম সেরে বেরোনোর সময় ক্যামেরায় ধরা পড়লেন মাহি। এই বয়সেও ধোনির ফিটনেস দেখে কার্যত মুগ্ধ নেটিজেনরা।
মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে হাঁটুর অস্ত্রোপচার হয়েছে ধোনির। আইপিএল চলাকালীন হাঁটুতে চোট লাগে মাহির । কিন্তু খেলায় বিরতি পড়েনি । চোট নিয়ে আইপিএল খেললেন, জিতলেনও । এবার চোট দ্রুত সাড়িয়ে ছন্দে ফিরতে চাইছেন ধোনি । তাই ফাইনালের পর আহমেদাবাদ থেকে সোজা মুম্বই চলে আসেন ।