কথাতেই বলে, রক্তের সম্পর্ক। এই টান খন্ডাবে কে? এবার একটি ছবি কার্যত এই কথাই প্রমাণ করে দিল। মহেন্দ্র সিং ধোনি এবং দাদা নরেন্দ্র সিং ধোনির মধ্যে কোনও কারণে একটা দূরত্ব ছিলই, একথা সকলের জানা। অতীতের সমস্ত ভুল বোঝাবুঝি ভুলে এক হলেন দুই ভাই। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে এক ফ্রেমে দেখা গিয়েছে দুই ভাইকে। সঙ্গে ছিলেন তাঁদের ছোট বেলার দুই বন্ধুও।
Rinku Singh International Debut: স্বপ্নের অভিষেক, 'ম্যাচের সেরা' হয়ে কী বললেন রিঙ্কু সিং
‘চিট্টু ভাই’কে দেখা গিয়েছিল ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে, এই ছবিতে বাস্তবের চিট্টু ভাই’কে দেখা যায়। মোদ্দা কথা হয়, পুরনো মন কষাকষি ভুলে আবার এক হয়েছেন মাহেন্দ্র এবং নরেন্দ্র। এই শুনে বেজায় খুশি ধোনির অনুরাগীরাও।