এবার আবু ধাবির (Abu Dhabi) টি-১০ (T-10) লিগে নাম লেখাতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh dhoni)। দিন কয়েক ধরেই তা নিয়েই শুরু হয়েছে গুঞ্জন।
এবার সেই গুঞ্জন যেন আরও উসকে দিলেন টি টেন স্পোর্টস লিগের চেয়ারম্যান শাজি মুল্ক। তিনি জানিয়েছেন, আবু ধাবিতে খেলার বিষয়ে ধোনিকে প্রস্তাব দেওয়া হবে। তাঁকে খেলার জন্য রাজি করানোর চেষ্টা করবেন আয়োজকরা।
আইপিএলের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর নেতৃত্বে চারবার চ্যাম্পিয়ন হয়ে ট্রফি ঘরে তুলেছে চেন্নাই সুপার কিংস। তাঁর নেতৃত্বেই এসেছে বিশ্বকাপ। এমনকি অধিনায়ক হিসেবেও তিনটি আইসিসি খেতাব জয়ের রেকর্ড রয়েছে ধোনির।
ফলে আবু ধাবিতে টি-১০ লিগের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির নাম জুড়লে সেই টুর্নামেন্টের জৌলুস যে বেড়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন- মেহদি হাসানের লড়াকু ইনিংস, ঢাকায় প্রথম একদিনের ম্যাচে হার ভারতের
বিসিসিআইয়ের অন্তর্ভুক্ত লিগের সঙ্গে যুক্ত ভারতীয় ক্রিকেটারদের দেশের বাইরের লিগে খেলার অনুমতি দেওয়া হয় না। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের পরই অন্য দেশে খেলতে পারেন তাঁরা।