ইংলিশ ফুটবলে কার্যত অপ্রতিরোধ্য পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি৷ টানা চারবার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে নিলেন পেপ। ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়ে এই মরশুমের লিগ শিরোপা জিতল ম্যান সিটি।
এর আগে কোনও ক্লাব টানা চারবার ইপিএল খেতাব জেতেনি। অসাধারণ রেকর্ড গড়লেন পেপ। চলতি মরশুমে শেষ ম্যাচ পর্যন্ত সিটিকে তাড়া করে গিয়েছে মিকেল আর্তেতার আর্সেনাল। কিন্তু ২ পয়েন্টে পিছিয়ে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল গানার্সদের। রবিবার তারাও শেষ ম্যাচে এভার্টনকে ২-১ গোলে হারায়।
সিটি এই সিজন শেষ করল ৯১ পয়েন্টে। আর্সেনালের সংগ্রহ ৮৯ পয়েন্ট।
ফিল ফোডেন প্রথমার্ধেই জোড়া গোল করে এগিয়ে দেন সিটিকে৷ ওয়েস্ট হ্যাম ব্যবধান কমালেও দ্বিতীয়ার্ধে রড্রির গোলে খেতাব নিশ্চিত করে নীল ম্যানচেস্টার। গোটা ম্যাচে প্রশ্নাতীত দাপট ছিল সিটির। টানা চারবার তো বটেই, এই নিয়ে ৭ মরশুমে ৬ বার ইপিএল জিতল ম্যান সিটি, যা নজিরবিহীন।