ফের ইপিএল চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি । এবার হ্যাটট্রিক । নটিংহ্যাম ফরেস্টের কাছে ১-০ ব্যবধানে আর্সেনাল হারতেই নিশ্চিত হয়ে যায় এবারের চ্যাম্পিয়নের নাম । চেলসির বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার আগেই চ্যাম্পিয়নের শিরোপা উঠল সিটির মাথায় । এই নিয়ে ছ’মরসুমের মধ্যে পাঁচ বার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতল সিটি ।
ইপিএলের পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল । ম্যান সিটির সঙ্গে পয়েন্টের পার্থক্য ৪ । আর্সেনাল জিতলে ম্যান সিটিকে অপেক্ষা করতে হত । কিন্তু, পয়েন্ট টেবিলের নীচের দিকে থাকা নটিংহ্যাম ফরেস্টের কাছে অবিশ্বাস্য হারের পর আর্সেনালের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন মুহূর্তে ভেঙে যায় ।