পাঁচ দিন আগে জানিয়েছিলেন যে, ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। সিদ্ধান্ত বদল করলেন গত মরশুমের রঞ্জি (Ranji Trophy) অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। অবসর ভেঙে আবার মাঠে ফিরছেন মনোজ।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে আচমকাই বাইশ গজ ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মনোজ। ৩৭ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, অবসরের কথা জানতেন না দলের কেউও। তবে মঙ্গলবার জানা গেল, আবার মাঠে ফিরছেন তিনি। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবেই সেই কথা ঘোষণা করতে চলেছেন তিনি। থাকবেন সিএবি প্রধান স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও।
Manoj Tiwary: বিদায় ক্রিকেট, বাইশ গজ থেকে অবসর মনোজ তিওয়ারির
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে পোস্ট করে বাংলার গত মরশুমের অধিনায়ক মনোজ লিখেছেন, 'ক্রিকেট খেলাকে বিদায় জানালাম। এই খেলা আমাকে সব কিছু দিয়েছে। প্রত্যেকটা ছোটখাটো জিনিস যা আমি কখনও স্বপ্নেও ভাবিনি।' একইসঙ্গে এই পোস্টে তিনি ধন্যবাদ জানিয়েছেন তাঁর কোচ, তাঁর বাবা মা এবং স্ত্রীকেও।