রায়পুরে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড শুধু হারেইনি। তার সঙ্গেই ওয়ানডে-তে বিশ্বের ১ নম্বর দলের তকমাও হারিয়েছে কিউয়িরা। রায়পুরে ভারতের কাছে ৮ উইকেটে পর্যুদস্ত হয় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল তাদের ব্যাটিং লাইন-আপ। ওই হারের ফলে ইতিমধ্যেই শীর্ষস্থান খুইয়ে ওয়ানডে তালিকায় বিশ্বের দলগুলির মধ্যে দ্বিতীয় স্থানে নেমে এসেছে তারা। শীর্ষে এখন ইংল্যান্ড।
অন্যদিকে, মজার ব্যাপার হল, মঙ্গলবার ইন্দোরের ম্যাচে যদি নিউজিল্যান্ডকে ফের হারিয়ে সিরিজ জিতে যায় টিম ইন্ডিয়া, তাহলে সিরিজে ৩-০ জয় পাবে তারা। যার ফলে ওডিআই তালিকায় ইংল্যান্ডকে সরিয়ে শীর্ষস্থানে পৌঁছে যাবেন রোহিত শর্মারা।