বিশ্বকাপের শেষটা এভাবেই হোক ২০২২-এই, নিজের ইচ্ছের কথা জানিয়ে দিলেন এলএম ১০ (LM 10)।, , ছাব্বিশ্ব আর দেখা যাবে না মেসি (Lionel Messi) ম্যাজিক। বুধবার ক্রোয়েশিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে পৌঁছেই জানিয়ে দিলেন লিও।
কাতার বিশ্বকাপের (Qatar World Cup) ফাইনাল দিয়েই শেষ হতে চলেছে মেসির বিশ্বকাপ।
১৯৮৬ সালের পর বিশ্বকাপ জেতেনি আর্জেন্টিনা। ৩৬ বছর পর আবার বিশ্বকাপ জয়ের সুযোগ তাদের কাছে। ফাইনালে উঠেই মেসি জানিয়েছেন, তাঁর বিশ্বকাপ সফর শেষ হবে ১৮ ডিসেম্বরই। এটাই অবসরের সবচেয়ে ভাল সময়, মনে করছেন লিও।
Prize money for world Cup: ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন দল কত টাকা পায়? ক্রিকেটেই বা কেমন পুরস্কার মূল্য
৩৫ বছর বয়সি মেসির এটি পঞ্চম বিশ্বকাপ। এখনও পর্যন্ত বিশ্বকাপে মোট ১১টি গোল তাঁর দখলে। আন্তর্জাতিক ফুটবলে নানা কৃতিত্বের নজির থাকলেও আর্জেন্টিনার জার্সিতে মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনও অধরা।